
অনলাইন ডেস্ক : মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও সরকারি বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খুলনা বিএল কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।
পুলিশ জানায়, রাতে রিয়াজ শাহেদ ও রফিকুল ইসলাম মোটরসাইকেলযোগে দৌলতপুর থেকে বিএল কলেজের দ্বিতীয় গেটের সামনে আসেন। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলযোগে আসে দুর্বৃত্তরা। পরে রিয়াজ ও রফিকে তারা গুলি করে।
এ ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের আটক করা সম্ভব হয়নি।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম