ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে শাকিব খানের সাক্ষাৎ News News Desk প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২ অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সোমবার (২৯ আগস্ট) সে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন এই অভিনেতা। ফেসবুক শাকিব লিখেছেন, ‘ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গতকাল, ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি, আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।’ উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট বাংলাদেশে ফেরেন শাকিব খান। গতকাল শাকিব জানিয়েছেন ‘লিডার – আমিই বাংলাদেশ’ ছবিটি দ্রুত মুক্তি পাবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES বিনোদন বিষয়: