ডেঙ্গু : দেশে মৃত্যু ১ ,নতুন ভর্তি ২০১

News News

Desk

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন রোগী। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের হিসাবে এটাই সর্বোচ্চ।

যাদের মধ্যে ১৪৯ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৫২ জন ঢাকার বাইরের বিভিন্ন এলাকার। এর আগে, গত ২৫ আগস্ট একদিনে সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় একজনসহ এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন। চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩ জন।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৫৫১ জন, আর বাকি ১১৭ জন ঢাকার বাইরে অন্যান্য এলাকায়।

এ ছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫ হাজার ৫ জন।

সূত্র : রাইজিংবিডি.কম