করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ২৪৩

News News

Desk

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ২৪৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৫৬০ জনে।

এই সময়ে কোনো রোগী মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই রয়েছে।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৩৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সূত্র : দেশ রূপন্তর