রাঙামাটির লংগদুতে ১৪৪ ধারা জারি

News News

Desk

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : রাঙামাটির লংগদুতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ আগস্ট) লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান এ আদেশ দেন।

তিনি বলেন, ১৪৪ ধারা সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুরিশ মোতায়ন করা হয়েছে। যাতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি লংগদু উপজেলার বিএনপির উদ্যোগে দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। কিন্তু একই সময় একই স্থানে উপজেলা আওয়ামী সমাবেশের আয়োজন করে।

এরপর উভয় সংগঠনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। খবর পেয়ে কোনো পক্ষ কোনো সভা সমাবেশ যাতে করতে না পারে তার জন্য দ্রুত ১৪৪ ধারা জারি করেন উপজেলা প্রশাসন।

রাঙামাটি লংগদু উপজেলা থানার কর্মকর্তা ওসি মো. আরিফুল আমীন জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে এর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন