আবারো নতুন গান নিয়ে আসছেন গুরু

News News

Desk

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

অনলাইন ডেস্ক : চলতি বছর ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ হিসেবে দীর্ঘ এক যুগ পর নিজের নতুন গান নিয়ে হাজির হন রকস্টার জেমস। চাঁদরাতে গানটি প্রকাশের পর চারদিকে সাড়া পড়ে যায়।

কয়েক মাসের ব্যবধানে আবারো নতুন গান নিয়ে আসছেন গুরু। জানা গেছে, মাস খানেকের মধ্যেই তার নতুন গানটি প্রকাশ্যে আসবে।

এরইমধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটাল থেকে গানটি নিয়ে প্রচারণা শুরু হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে মাহফুজ আনাম জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন জানাচ্ছেন, কেবল প্রচারণা শুরু হয়েছে। তবে গান প্রকাশ হতে মাসখানেক সময় লাগবে। এর চেয়ে বেশিকিছু আপাতত প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা।

আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড