আসছে ‘এক থা টাইগার’- ৩ News News Desk প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : আজ বলিউড সুপারস্টার সালমান খানের ‘টাইগার ৩’ ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ‘এক থা টাইগার’ ছবিটি মুক্তির দশম বর্ষপূর্তিতে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি মুক্তির ঘোষণা দিলেন সালমান। সোমবার (১৫আগস্ট) অ্যাকশন-প্যাকড একটি ভিডিও আপলোড করে অভিনেতা জানান, আগামী বছর ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। তিনি লেখেন, ‘এক থা টাইগারের ১০ বছর পূর্ণ হলো। তবে পথচলা থামেনি। বরং নতনু যাত্রা শুরু হতে চলেছে। টাইগার ৩ এর জন্য তৈরি থাকুন। ২০২৩ সালের ঈদে (২১ এপ্রিল) হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। তৈরি থাকুন।’ স্বাভাবিকভাবেই ‘সালার’ এবং ‘টাইগার ৩’-এর মধ্যে কে বক্স অফিসে বেশি সফল হবে- তা নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা। প্রভাসের ‘সালার’কে ‘টাইগার ৩’ ছাপিয়ে যেতে পারে কি-না সেটাই এখন দেখার অপেক্ষা। সূত্র : দেশ রূপান্তর SHARES বিনোদন বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড