মিসরের কায়রোতে গির্জায় অগ্নিকাণ্ডে নিহত ৪১

News News

Desk

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, মিশরের রাজধানী ইমবাবা ​​জেলায় আবু সিফাইন গির্জায় রোববার ( ১৪ আগস্ট) অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয়। এই জেলাটিতে শ্রমজীবী মানুষরাই বাস করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, রোববারের প্রার্থনা শেষ হওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় অনেকে পদদলিত হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড