রাজশাহীর রানীবাজার এলাকায় শিবিরের ঝটিকা মিছিল, আটক ৪

News News

Desk

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২২

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৩ আগস্ট) বিকালে রানীবাজার এলাকার মাদ্রাসা মার্কেটের সামনে থেকে এই ঝটিকা মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ছাত্রশিবিরের এই ঝটিকা মিছিলটি মহানগরীর রানীবাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা করা হয়। এরপর তারা দ্রুত যে যার মত আশপাশের গলিপথ দিয়ে মোটরসাইকেলে উঠে চলে যান।

খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি টহল দল ওই এলাকা থেকে ছাত্রশিবির সন্দেহে চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তাদের থানায় রাখা হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শনিবার (১৩ আগস্ট) বিকালে রানীবাজার এলাকায় ওই ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। তবে টহল পুলিশ সেখানে পৌঁছার আগেই ছাত্রশিবিরের নেতা কর্মীরা দিগ্বিদিক পালিয়ে গেছেন।

এরপর ওই এলাকা থেকে চারজনকে শিবির সন্দেহে আটক করে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান- এই পুলিশ কর্মকর্তা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন