৪ দিনেও সন্ধান মিলেনি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৯ জেলের

News News

Desk

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২২

অনলাইন ডেস্ক : ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনার চারদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি ভোলার নিখোঁজ নয় জেলের।

দিন যত যাচ্ছে পরিবারগুলোতে শোকের মাতম ততই বাড়ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বাকরুদ্ধ তাদের আত্মীয়-স্বজন।

এদিকে, স্থানীয় প্রশাসন বলছে-বৈরি আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হচ্ছে।

জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ইউসুফ মাঝির মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় পাঁচ জেলে উদ্ধার হলেও আট জেলে এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ১নং ওয়ার্ডের আবু পাটোয়ারীর ছেলে মো. রাছেল (২৮), ২নং ওয়ার্ডের মোকলেছুর রহমানের ছেলে মো. তছলিম (৩০), ৬নং ওয়ার্ডের মো. জাফরের ছেলে মো. ইসমাইল (৩১), ৮নং ওয়ার্ডের আ. মন্নান আখনের ছেলে আ. রহমান আখন (৪০), নাছির মাঝির ছেলে আ. মন্নান (৩৪),

শশীভূষণ থানা রসুলপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সুলতান আহমেদ মল্লিকের ছেলে নাজু ( ৫০), মো. আক্কেল আলী বেপারীর ছেলে মো. ছাদেক (৪২), ৯নং ওয়ার্ডের আবু হাওলাদারের ছেলে মো. জুয়েল। এছাড়া নিখোঁজ রয়েছেন দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের নিজাম (৩৫)।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছে। তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেলের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভোলা, পটুয়াখালীসহ উপকূলে ৬টি ট্রলারের এখনো ১৯ জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন