ইসরায়েলি বিমান হামলার ঘটনায় নিহত বেড়ে ২৪, আহত ২০৩

News News

Desk

প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২২

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে দুই দিনের হামলায় নিহত বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্তত ৬ জন শিশু রয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় শুক্রবার (৫ আগস্ট) থেকে ইসরায়েল বিমান হামলা শুরু করে। শনিবারও (৬ আগস্ট) জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্রটি।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪–এ দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু ও একজন নারী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০৩ জন ফিলিস্তিনি।

তবে ইসরায়েল হামলার তথ্য অস্বীকার করে বলেছে, ফিলিস্তিনি জিহাদিদের রকেট হামলা ব্যর্থ হওয়ায় বিস্ফোরণে এতে প্রাণহানি হয়েছে।

জাতিসংঘ বলছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার। এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন