সোমবার থেকে গ্যাসের দাম কমছে শ্রীলঙ্কায়

News News

Desk

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২২

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় সোমবার (৮ আগস্ট) মধ্যরাত থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির লিটরো গ্যাস কোম্পানির চেয়ারম্যান মুদিতা পেইরিস।

স্থানীয় সংবাদমাধ্যম ‘কলম্বো পেজ’ বলছে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাড়ে ১২ কেজি ওজনের এলপি গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ রুপি কমানোর সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কায় গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে লিটরো গ্যাসের চেয়ারম্যান ভবিষ্যতে গ্যাসের জন্য জনগণকে আর লাইনে দাঁড়াতে হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, অক্টোবর পর্যন্ত প্রয়োজনীয় গ্যাসের অর্ডার দেওয়া আছে এবং শিপমেন্টও নিশ্চিত হয়েছে। খারাপ আবহাওয়া কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্যাস আনলোড করা না গেলে হয়তো দুই-একদিন দেরি হতে পারে।

এর আগে, চলমান অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এখন, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের অধীনে দেশটির সামগ্রিক সমস্যা থেকে বের হয়ে আসার পথ খুঁজছে। সেই বাস্তবতায় জ্বালানি হিসেবে এলপিজির দাম কমানোর সিদ্ধান্ত হলো।

সূত্র : দেশ রূপান্তর