
অনলাইন ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইরানের সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) রাত ১০টা ৭ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প পারস্য উপসাগরের বন্দর শহর খামিরে আঘাত হানে।
তেহরান ইউনিভার্সিটি সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যানুসারে, এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এই ঘটনার দুই মিনিট পর ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং এটার গভীরতা ছিল ৯ কিলোমিটার গভীরে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন