পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

News News

Desk

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২২

অনলাইন ডেস্ক : দায়িত্ব নেওয়ার মাত্র দেড় বছরের মাথায় পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তার সরকারের তিনটি দল আস্থা ভোটে তাকে সমর্থন করতে রাজি হয়নি। সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের কাছে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। প্রেসিডেন্ট তাতে সম্মতিও দিয়েছেন।

তবে আগাম নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক দ্রাঘিকে সরকারের প্রধান হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। আসন্ন শরতেই দেশটিতে আগাম নির্বাচন হওয়ার কথা।

৭৪ বছর বয়সী দ্রাঘি ইতালিতে বেশ জনপ্রিয় নেতা। ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে ইউরোজোন সংকট মোকাবেলার জন্য তাকে সুপার মারিও বলা হয়ে থাকে।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান গত ১০ বছরের মধ্যে ইতালির ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাগ্রহণ করেছিলেন তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন