করোনা: যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ৩২ শতাংশ

News News

Desk

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২

অনলাইন ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে ৩২ শতাংশ। শুক্রবার (১ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিকটিক্স (ওএনএস)।

বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ লাখ। অর্থাৎ দেশটির প্রতি ৩০ জন মানুষের মধ্যে একজন করোনা পজিটিভ। বিবৃতিতে যুক্তরাজ্যের চার প্রদেশ ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বর্তমান ও এক সপ্তাহ আগের সংক্রমণ চিত্র তুলে ধরা হয়েছে।

ইংল্যান্ডে এক সপ্তাহ আগে প্রতি ৪০ জনে একজন করোনা রোগী ছিলেন। বর্তমানে এই হার প্রতি ৩০ জনে একজন। ওয়েলসে এক সপ্তাহের আগে প্রতি ৪৫ জনে একজন ছিলেন করোনা রোগী। সেখানেও বর্তমানে প্রতি ৩০ জনে করোনা রোগী একজন।

নর্দার্ন আয়ারল্যান্ডে প্রতি ৩০ জনে একজন করোনা রোগী ছিলেন এক সপ্তাহ আগে, বর্তমানে এই হার ২৫ জনে একজন। স্কটল্যান্টেড এক সপ্তাহ আগে প্রতি ২০ জনে একজন ছিলেন করোনা রোগী। বর্তমানে সেখানে এই হার পৌঁছেছে ১৮ জনে ১ জন।

ওএনএসের কর্মকর্তা সারাহ ক্রফটস বলেন, ‘গত এক সপ্তাহে যুক্তরাজ্য জুড়ে করোনায় আক্রান্ত রোগী বেড়েছে ৫ লাখেরও বেশি। এই রোগীদের অধিকাংশই করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রন পরিবারের বিএ পয়েন্ট ফোর এবং বিএ পয়েন্ট ফাইভে আক্রান্ত।
সূত্র: বিবিসি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন