বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ

News News

Desk

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি :প টুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় বাউফল পাবলিক মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনয়ন পাওয়া সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রফিক সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি আশফাক আলী খান বিপ্লব, মহিলাদলের সাবেক সভাপতি সালমা আলম লিলি সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবউল্লাহ। উপস্থিত সবাই খালেদা জিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড