দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকারে রঙ করলেন দুই তরুণের সচেতনতামূলক উদ্যোগ

News News

Desk

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড হাটখোলা কসাইখানা সংলগ্ন সোমের্তবান মহিলা মাদ্রাসা–এর প্রধান ফটকের সামনের স্পিড ব্রেকারটি সম্প্রতি নতুনভাবে রঙ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করেছেন স্থানীয় দুই তরুণ শাওন ও শুভ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে প্রথমে ব্রেকারটির ধুলো–ময়লা পরিষ্কার করেন, ক্ষয়ে যাওয়া অংশগুলো সমান করেন এবং পরে সাদা–কালো নকশায় রঙ করেন, যাতে পথচারী ও যানবাহনের চালকরা দূর থেকেই এটি স্পষ্টভাবে দেখতে পান এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।

তরুণরা জানান, রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়ই দ্রুতগতিতে এই সড়ক দিয়ে চলাচল করে। ব্রেকারটি দৃশ্যমান না থাকায় অনেক সময় হোঁচট খাওয়া ও ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। সে কারণেই জনসচেতনতা ও নিরাপদ চলাচলের লক্ষ্যে তারা নিজেদের উদ্যোগে এ কাজ করেছেন।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন আরাফাত জানান, স্পিড ব্রেকার রঙ করার ফলে সড়কটি যেমন দৃষ্টিনন্দন হয়েছে, তেমনি নিরাপত্তা নিয়েও জনমনে স্বস্তি এসেছে। এলাকাবাসীর মতে, এটি তরুণদের সামাজিক দায়বোধ ও স্বেচ্ছাসেবী মানসিকতার একটি ইতিবাচক উদাহরণ।

নাগরিক সমাজ সংশ্লিষ্টরা মনে করেন, এমন ছোট কিন্তু জনকল্যাণমূলক উদ্যোগ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখে এবং অন্য তরুণদেরও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত হতে উৎসাহ জোগায়।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড