বরিশালে উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় ‌‘শ্মশান দিপালী’

News News

Desk

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক : বরিশাল প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে হাজারো মানুষ এই শ্মশান দীপাবলি উৎসবে অংশ নেন। উৎসব চলবে রাত ১০টা পর্যন্ত।

জানা গেছে, প্রায় ২০০ বছরের প্রাচীন এই শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্বালন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন।

উৎসবে অংশগ্রহণকারীরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী ও পুণ্য তিথিতে এই আয়োজন বরিশালে সনাতন ধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত।

নগরীর কাউনিয়ার মহাশ্মশানে স্বজনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা স্মৃতি রানী বলেন, বাবার স্মৃতির উদ্দেশে প্রতি বছর দীপাবলিতে তিনি মহাশ্মশানে যান। এ সময় বাবার পছন্দের সব খাবার সমাধিতে রেখে আসেন।

সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা থেকে আসা রুপক শীল জানান, ছোট বেলায় তিনি তার বাবাকে হারিয়েছেন, সেই থেকেই তার সমাধিতে ফুল দিতে আসেন তিনি।

তাছাড়া এখানে আসলে পুরানো অনেক আত্মীয় স্বজনের সঙ্গে তার দেখা হয়।
বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির উপদেষ্টা রাখাল চন্দ্র দে জানান, বরিশাল নগরের কাউনিয়ায় মহাশ্মশানটি প্রায় ২০০ বছর আগে ৫ একর ৯৬ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়।

নতুন পুরানো মিলিয়ে মহাশ্মশানে ৬০ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা ও ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এছাড়া ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই, সেসব মঠ এবার গোলাপী রং করা হয়েছে। স্বজন না থাকা মঠগুলোতে কমিটির পক্ষ থেকে প্রতিবছর শ্মশান দিপালীতে মোমবাতি প্রজ্বলন করা হয়ে থাকে।

তিনি বলেন, কালীপূজার আগের দিন ভূত চতুর্দশীর পুণ্য তিথিতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রিয়জনের স্মৃতির উদ্দেশে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শ্মশান।

পাশাপাশি প্রয়াত স্বজনদের সমাধিতে দেওয়া হয় ফুল ও প্রয়াতের পছন্দের নানা ধরনের খাবার।

উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে। পুরো শ্মশান আলোকিত হয়েছে রংবেরঙের লাইট দিয়ে। নির্মিত হয়েছে সদৃশ্য তোরণ।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড