বাউফলে আওয়ামী লীগ সরকার পতনের প্রথম বর্ষপূর্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ বিক্ষোভ মিছিল

News News

Desk

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তবে জাতীয় পার্টি (এনসিপি) এর কোনো কর্মসূচি দেখা যায়নি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে বিভিন্ন দল পর্যায়ক্রমে মিছিল বের করে। প্রথমে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে মিছিল শুরু হয়, যা তার বাসভবনে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। পরে ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার মিছিল উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে হুমায়ুন কবিরের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়, যা হাসপাতাল রোডে দলীয় কার্যালয়ে আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। জামায়াতে ইসলামীও বিশাল মিছিল করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে।
বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। পরে গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বাউফল পৌরশহর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড