বাউফলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউএনও’র খাদ্য সহায়তা

News News

Desk

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) দুপুরে ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম ৯০০ জনের মাঝে জিআর চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

ঘূর্ণিঝড়, নদীভাঙন ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সরকার সর্বদা আপনার পাশে আছে। যারা প্রকৃতই সহায়তা পাওয়ার যোগ্য, তাদের কাছে এই সাহায্য পৌঁছানো আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন যে, সহায়তা প্রাপ্তদের তালিকায় শুধুমাত্র নদীভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোর্শেদ, স্থানীয় রাজনৈতিক নেতা জব্বার মৃধা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।