বরিশালে জুলাই দিবস উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অন্তবর্তী কালীন সরকার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭ টায় উপজেলা পরিষদ বরিশাল সদর প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জুলাই “পুর্নজাগরণ” কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে জুলাই যোদ্ধা, আহত ও নিহতদের পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফিতা কেটে প্রতীকী ম্যারাথনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক।

পরের সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুচিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন