পিরোজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

News News

Desk

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫

অনলাইন ডেস্ক :বরিশালের পিরোজপুর শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে বুধবার (১৮ জুন) রাত ০৮:৩০ মিনিটে পিরোজপুরের রানীপুর মাঠে মেলা প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড়ানোর মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন নাজিমুল হক,অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ, প্রধান অতিথি : মোহাম্মদ আশরাফুল আলম খান,জেলা প্রশাসক পিরোজপুর, বিশেষ অতিথি : খান মোহাম্মদ আবু নাসের,পুলিশ সুপার, পিরোজপুর

বিশেষ অতিথি : মো সাখাওয়াত হোসেন,প্রশাসক, পিরোজপুর পৌরসভার। বিশেষ অতিথি : আহসানুল কবির,সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি,

অধ্যক্ষ আলমগীর হোসেন,আহ্বায়ক, জেলা বিএনপি পিরোজপুর,গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,সদস্য সচিব, জেলা বিএনপির পিরোজপুর,শেখ রিয়াজ উদ্দীন রানা, যুগ্ম আহবায়ক, জেলা বিএনপির পিরোজপুর।

আয়োজিত এবারের মেলা দৃষ্টিনন্দন করতে প্রবেশ স্থলে আলোক সুসজ্জিত গেট করা হয়েছে এবং নিরাপত্তার জন্য পুলিশ বক্স, এবং ওয়ার্ড বেস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস লিমিটেড এর সিকিউরিটি গার্ড মোতায়েন করা হয়েছে।

মেলায় বিভিন্ন নামী-দামী কোম্পানির প্রতিনিধিরা স্টল নিয়ে এই মেলায় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ধরনের ৬৫টি স্টল রয়েছে।

এছাড়া মেলা প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা, নৌকা দোলনা, ড্রারাগন ভূতের বাড়ি,হানিচিং সহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রয়েছে। মেলা প্রাঙ্গণে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) পন্য প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্র।

 

ঢাকা নিউ মার্কেট, ,ঢাকা নারায়ণগঞ্জ,ঢাকা মিরপুর,থেকে আসা স্বপন নামের এক ব্যবসায়ী বলেন, মেলার আয়োজনের কথা শুনে চলতি মাসের ১৫/০৬/২৫,কর্মচারী নিয়ে মেলায় আসি খুব ভালোই বেচা বিক্রি হইতেছে।মেলার প্রথম দিনেই লোকসমাগ ছিল চোঁখে পড়ার মত।