বরিশালে আমেরিকান ব্র্যান্ড “ট্যাসেলো” আর্ট অফ ফ্যাশন শোরুম উদ্বোধন

News News

Desk

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
ছবি: মেহেদী হাসান রাতুল

চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশালে আমেরিকান ব্র্যান্ড “ট্যাসেলো” এর নতুন শোরুমের উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর পুলিশ লাইন রোডে এই শোরুমের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ট্যাসেলো আর্ট অফ ফ্যাশন”-এর চেয়ারম্যান নাজমুল সামস, সিইও মোসাদ্দেক তালুকদার এবং বরিশালের পাটনার অঞ্জন ব্যানার্জি। এছাড়াও গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর সাদিকুর রহমান লিংকন, সমাজসেবী অপর্ণা খা, মনিকা চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদ হোসেন, এলজিইডি ইঞ্জিনিয়ার জাহিদ সহ আরও অনেক জনপ্রতিনিধি ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন এবং শোরুমের আধুনিক ডিজাইন ও ফ্যাশনপ্রেমীদের জন্য আনা নতুন সংগ্রহ নিয়ে তাদের উৎসাহ প্রকাশ করেন।

ট্যাসেলো বরিশালের পাটনার অঞ্জন ব্যানার্জি বলেন, ট্যাসেলো বরিশালে তার দ্বিতীয় আউটলেট চালু করেছে। এই ব্র্যান্ডটি দেশে-বিদেশে যেমন জনপ্রিয়, তেমনি আমি আশা করি, বরিশালেও এটি শীর্ষে জনপ্রিয়তা অর্জন করবে।

ট্যাসেলো এর সংশ্লিষ্টরা বলেন, প্রতেকের ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান অনুযায়ী সঠিক পণ্য প্রদান করার উদ্দেশ্যে ট্যাসেলো বরিশালে এসেছে। তারা রুচিশীল এবং উচ্চমানের পণ্য সবার কাছে পৌঁছানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ।