বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু News News Desk প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে। উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) অসুস্থতাজনিত কারণে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যুর সংবাদ শুনে চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম তাকে মৃত ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার স্ত্রী আনোয়ারা বেগমকেও পাশাপাশি দাফন করা হবে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড