রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রনে ৪ ইউনিট News News Desk প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : রাজধানীর বনশ্রীতে ৬ তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (২০ ডিসেম্বর) ৮ টা ৩৫ মিনিটে রাজধানীর বনশ্রী ব্লক-সি, রোড-৪, ১৬ বাসার ৬ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা মো. শাজাহান বলেন, বনশ্রীতে ৬ তলা বিশিষ্ট একটি ভবনে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের বিষয় জানা যায়নি। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES প্রচ্ছদ বিষয়: