ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর নেই News News Desk প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪ অনলাইন ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ মারা গেছেন। সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে তার মৃত্যু হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসএম কৃষ্ণ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) মান্ডিয়া জেলায় পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কর্ণাটক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৯২ বছর বয়সে প্রয়াত এসএম কৃষ্ণের জন্ম ১৯৩২ সালে। জন্মস্থান মান্ডা জেলার সোমানহাল্লিতে। বেঙ্গালুরুকে প্রযুক্তির রাজধানী বানানোর ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। প্রথম দিকে কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় থাকলেও তার রাজনৈতিক জীবনের শেষের দিকে বিজেপিতে যোগ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন, কৃষ্ণের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন অসাধারণ নেতা। কৃষ্ণ সবসময় অন্যদের জীবন উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করেছেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: