বরিশালে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : কারিগরি শিক্ষা নিলে দেশ-বিদেশে কর্ম মিলে এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরিশালের আয়োজনে টিটিসির কনফারেন্স রুমে নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসান, অধ্যক্ষ বরিশাল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র গোলাম কবির, অধ্যক্ষ, বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র আহমেদ আল ইমরান।

শুরতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।