ইসকন নিষিদ্ধসহ আইনজীবী হত্যার বিচারের দাবিতে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ News News Desk প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪ অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। হিন্দুদের সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিও জানান তারা। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় আদালত চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও করেন। বিক্ষোভকারীরা বলেন, ইসকনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইসকন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পেছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা। এর আগে দুপুর ১২টায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নগরের অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা। SHARES আইন আদালত বিষয়: