পেরুকে গুনে গুনে এক হালি দিল ব্রাজিল

News News

Desk

প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার (১৬ অক্টোবর) ভোরে পেরুর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। এস্তাদিও ন্যাসিওনাল মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন রাফিনহা। একটি করে গোল করেছেন আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিক।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এবার আর কষ্টার্জিত জয় পায়নি ব্রাজিল। পেরুকে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের কাছ থেকে মন বা চোখ ভরানো খেলা অনেকটা দিন ধরেই পাননি দলটির ভক্ত-সমর্থকরা।

২০২২ সালের বিশ্বকাপের পর থেকেই উত্থান-পতনের মাঝ দিয়ে সময় পার করেছে সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফুটবলে নতুন একটা প্রজন্মের বেড়ে ওঠার প্রক্রিয়াও শুরু হয়েছে এরইমাঝে।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঝে কোপা আমেরিকাতেও হতাশ করেছে। তবে ঘরের মাঠে বুধবার পেরুর বিপক্ষে যেমন খেলা উপহার দিয়েছে ব্রাজিল, তাতে নিশ্চিতভাবেই সন্তুষ্টি খুঁজে পাবেন দলটির সমর্থকরা।

ঘরের মাঠে পেরুর জালে ব্রাজিল পুরেছে ৪ গোল । পেনাল্টি থেকে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। অন্য দুই গোল এসেছে আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিকের পা থেকে।

এর আগে, ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে ছিলো ব্রাজিল। অবশ্য বাছাইপর্বের এই ম্যাচে ভাগ্যটাকেও ব্রাজিল খুব যে পাশে পেয়েছে এমন না।

পেনাল্টি সিদ্ধান্ত এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সুবাদে। আর তারও আগে ম্যাচের ২৪ মিনিটে সেলেসাওদের হতাশ করেছে ক্রসবার।

এবারও নেপথ্যে সেই রাফিনিয়া। নাম্বার টেন রোলে খেলা এই তারকার দুর্দান্ত ভলি ফেরত আসে ক্রসবার থেকে।

গেরসন আর ব্রুনো গিমারেয়েসকে ডাবল পিভট রোলে রেখে দল সাজিয়েছেন কোচ দোরিভাল জুনিয়র। আক্রমণে ছিলেন তরুণ ইগোর হেসুস।

ম্যানচেস্টার সিটির সাভিনভো, বার্সার রাফিনিয়া আর রিয়াল মাদ্রিদের রদ্রিগো গোজ ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়।

আগে ঘর গোছাও পরে আক্রমণ’- দোরিভালের ব্রাজিল প্রথমার্ধ পার করেছে এই নীতির সুবাদে।

যে কারণে ৭৫ শতাংশ বল দখলে রাখলেও পুরো ৪৫ মিনিটে ৫ বারই কেবল প্রতিপক্ষের গোলমুখে শট নিতে পেরেছে।