বরিশালের মথুরানাথ পাবলিক স্কুলের শিক্ষার্থী নিখোঁজ News News Desk প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪ স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর মথুরানাথ পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জিদ দাস (১৪) নিখোঁজ হয়েছে। জিদ দাস বরিশাল নগরীর কাউনিয়া (০২ ওর্য়াড) সিলেট ফ্যাক্টরি সংলগ্ন গোপাল দাস এর ছেলে। গত ৩০ আগস্ট বিকেলে বাসা থেকে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। এবিষয়ে কাউনিয়া থানায় একটি জিডি করা হয়েছে। (জিডি নং ৯৭৭) যদি কোন সহৃদয়বান ব্যাক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ পিতার মোবাইল নম্বর 01966712929 SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড