বরিশালের আগৈলঝাড়ায় সাপের দংশনে ইমামের মৃত্যু News News Desk প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ ‘এন্টি ভেনাম’ না থাকায় বাঁচানো গেল না সর্প দংশনে আক্রান্ত ইমাম হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারিকে। জানা গেছে, উপজেলার বেলুহার ভুঁইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা বাহাউদ্দীন আনছারি সোমবার ফজরের নামাজ শেষে একটি গাছের সাথে ইলেকট্রিক সুইচ অফ করতে যান। ওই সুইচের সাথে বিষধর সাপ থাকায় তাকে দংশন করে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে এন্টি ভেনাম না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সোমবার (২০ মে) সকাল দশটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা হাসপাতালে সর্প দংশনের ওষুধ এন্টি ভেনাম সরবরাহ থাকলে ইমাম সাহেবকে বাচাঁনো যেতো। SHARES প্রচ্ছদ বিষয়: