আগৈলঝাড়ায় গরমের কারণে শ্রেণিকক্ষে অচেতন শিক্ষার্থী

News News

Desk

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

অনলাইন ডেস্ক : জেলার আগৈলঝাড়া উপজেলার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ মে) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরআগে, গত বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির আরও পাঁচজন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছে।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির আহম্মেদ বলেন, গরমের কারণে ছাত্রীর এই সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাকে ভর্তি করে অক্সিজেন দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সুস্থ হয়ে যাবে।

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জানিয়েছেন। তবে কি কারণে এরকম ঘটনা ঘটছে তা জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম