ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা

News News

Desk

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মে ১, ২০২৪

অনলাইন ডেস্ক : দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষে অভয়াশ্রমে মাছ শিকারের প্রস্তুতি নিয়েছে জেলেরা। যদিও মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর থেকে অনেকেই মাছ শিকারে নদীতে নেমেছেন, তবে বেশিরভাগ জেলেই ভোররাত থেকে নদীতে নামার কথা জানিয়েছেন।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগের ৬ জেলায় নিবন্ধিত জেলে ৪ লাখ ২৫ হাজার। যার মধ্যে ২ লাখ ৩০ হাজার ৩৮৯ জেলের চাল দেওয়া হয়েছে। এসময় প্রত্যেক জেলেদের ২৫ কেজি করে মোট ৩৬ হাজার ৮৬২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

তবে নিষেধাজ্ঞা শেষে জেলেরাই মাছি শিকারে পর্যায়ক্রমে নামবেন বলে জানা গেছে।

বিভাগীয় মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমাদের অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী। ছোট ইলিশ মাছকে বেড়ে ওঠার সুযোগ দিতে দক্ষিণাঞ্চলের পাঁচ অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

গত ২০২২-২৩ অর্থ বছরে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল বলে জানিয়ে তিনি বলেন, এবারের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রাও পূরণ হবে।