পাকিস্তানে তিন দিনের সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট

News News

Desk

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৪

অনলাইন ডেস্ক : পাকিস্তানে তিন দিনের সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আজ সোমবার দেশটিতে পৌঁছান তিনি। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন’র।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটিই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফর।

ডন’র খবরে বলা হয়েছে, আজ সকালে নূর খান বিমানঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পীরজাদা।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড