বরিশালের বিভিন্ন আবাসিক হোটেলে গোয়েন্দা বিভাগের অভিযানে গ্রেফতার ১৮ News News Desk প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৪ চন্দ্রদ্বীপ ডেস্ক : বরিশালে মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ও সর্বসাধারণের শান্তিভঙ্গের কারণে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা মহোদয়ের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড পিআর) জনাব মো: তোতা মিয়া ও পুলিশ পরিদর্শক/জনাব মো: আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক/ জনাব মাসুমুর রহমান বিশ্বাস, পুলিশ পরিদর্শক/জনাব কমলেশ চন্দ্র হালদার, পুলিশ পরিদর্শক/জনাব মো: ছগির হোসেন এর নেতৃত্বে ডিবির সকল টিম অদ্য ১৬/০৪/২০২৪ খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে হোটেল চীল হতে ০১ জন পুরুষ ০১ জন মহিলা, হোটেল চারু থেকে ০১ জন পুরুষ ০১ জন মহিলা ও হোটেল এর স্টাফ ০১ জন, হোটেল ভোলা হতে ০১ জন পুরুষ ০২ জন মহিলা ও ০১ জন স্টাফ, হোটেল নক্ষত্র প্যালেস হতে ০১ জন পুরুষ ০১ জন মহিলা এবং ০১ জন হোটেলের স্টাফ, হোটেল সুইডেন প্যালেস হতে ০১ জন মহিলা ০১ জন পুরুষ ও হোটেল এর স্টাফ ০২ জন সহ [০৬ (ছয়) জন মহিলা, ০৫(পাঁচ) জন পুরুষ ও বিভিন্ন হোটেল এর ০৫ (পাঁচ) জন স্টাফ] সর্বমোট ১৬ (ষোল) জনকে উক্ত হোটেল গুলোতে অনৈতিক কার্যক্রম সংঘটন ও সহায়তা করাকালে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক সেবন করে রাস্তায় সর্বসাধারনের শান্তিভঙ্গের কারণে বিএমপি অধ্যাদেশ ২০০৯ এর ৮১ ধারা অনুযায়ী ০২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে এবং অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তি, হোটেল মালিক, ম্যানেজার ও পৃষ্ঠপোষক সহ সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES আইন আদালত বিষয়: