বরিশালে গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে অলোচনা সভা অনুষ্ঠিত।

News News

Desk

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : সোমবার (২৫ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ নজরূল হোসেন,

পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম পিপিএম, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ

বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে অতিথিরা ২৫ মার্চ কালো রাত্রির গণহত্যা কথা তুলে ধরেন এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।