১১৮ রানে হারলো টাইগ্রেসরা News News Desk প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৪ অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে বাংলাদেশের মেয়েরা। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ১১৮ রানে হেরেছে তারা। ক্যাচ হাতছাড়া করা আর বাজে ফিল্ডিংই বাংলাদেশকে বেশ ভোগায়। ২১৪ রানের রেকর্ড লক্ষ্যের পর হুমড়ি খেয়ে পড়েছে ব্যাটিং। জবাবে ব্যাট করতে নেমে গুটিয়ে গেছে ৯৫ রানেই। টানা তিন ব্যাটার হয়েছেন রান আউট। ২৫ রানে তুলতেই খোয়া গেছে শেষ ৮ উইকেট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এছাড়া দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল আর দুইজন- সোবহানা মোস্তারি (১৭) ও মুর্শিদা খাতুন (১০)। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন অ্যাশলি গার্ডনার। এছাড়া দুটি উইকেট পেয়েছেন কিম গ্রাথ। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরপুরের স্পিনিং আর স্লো উইকেটে শুরুটা ভালো ছিল না অস্ট্রেলিয়ার মেয়েদেরও। অ্যালিসা হিলি, ফোবে লিচফিল্ড, বেথ মুনি কিংবা তাহলিয়া ম্যাকগ্রাদের কেউই নিজেদের চেনাতে পারেননি। SHARES খেলাধুলা বিষয়: