শ্রীলঙ্কা – বাংলাদেশ মুখোমুখি হয়েছে টেস্ট সিরিজ

News News

Desk

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৪

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ জিতেছে ওয়ানডে সিরিজ। এবার দুই দল মুখোমুখি হয়েছে টেস্ট সিরিজ জয়ের লড়াইয়ে। লঙ্কানদের বিপক্ষে সিলেট টেস্ট শুরু হচ্ছে আজ।

এই টেস্ট বাংলাদেশ নতুন অধিনায়ক শান্তর হাত ধরে শুরু করতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর এটাই তার প্রথম টেস্ট।

ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের হয়ে আজ অভিষেক হচ্ছে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে গতির ঝড় তোলা পেসার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশঃ

নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও শাহাদাত হোসেন দিপু ।