বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা News News Desk প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৪ অনলাইন ডেস্ক : বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের নদীবন্দর এলাকা ও সোনামিয়ার পোল বাজার, রায়পাশা-কড়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন ও মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূলে বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে পাঁচটি মামলায় পাঁচ ব্যবসায়ীকে মোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: