হঠাৎ ভুটান সফর স্থগিত করলেন মোদী?

News News

Desk

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৪

অনলাইন ডেস্ক : আগামীকাল শুক্রবার দুই দিনের সফরে ভুটান যাওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু হঠাৎ সেই সফর স্থগিত করা হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মূলত ভুটানের পারো বিমানবন্দরের আশপাশে আবহাওয়া খারাপ থাকায় তার সফরটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারো বিমানবন্দরের আশপাশের আবহাওয়া খারাপ থাকায় দুই পক্ষের আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুটানের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে, যা আগামী ২১-২২ মার্চ হওয়ার কথা ছিল। কূটনৈতিকভাবে সফরের নতুন তারিখ চূড়ান্ত করার কাজ চলছে।

প্রতিবেশি দেশ ভূটানের সঙ্গে সম্পর্ক বজায় এবং প্রতিবেশিকে প্রাধান্য দেওয়ার অংশ হিসেবে মোদীর ভুটানে যাওয়ার কথা ছিল।

মোদিকে স্বাগত জানাতে ভুটানের পাহাড়ি রাস্তাঘাটগুলো ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছিল।

গত সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ভারতে যান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি ভারতে পাঁচদিন অবস্থান করেন।

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতে যান তিনি। ওই সময় মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি।

 

সূত্র: এনডিটিভি/বাংলাদেশ প্রতিদিন