বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা News News Desk প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৪ অনলাইন ডেস্ক : আজ শুক্রবার (১৫ মার্চ) বিকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশনায় বাজার মনিটরিং এর অংশ হিসেবে বরিশাল নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ শাহরুখ আলম শান্তনু। এসময় তিনি নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে কৃষিপণ্য বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। SHARES আইন আদালত বিষয়: