বরিশালের বিনোদন স্পটে মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান

News News

Desk

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪

অনলাইন ডেস্ক : নগরীর বিনোদন স্পট গুলোতে পুলিশ অভিযান চালিয়েছে। যে সকল শিক্ষার্থীরা তাদের ক্লাস সময় ফাঁকি দিয়ে বন্ধু-বান্ধবীদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয় তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

তারই ধারাবাহিকতায় সোমবার (১১ মার্চ) সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এই অভিযান চালিয়েছে।

এ সময় বেশ কয়েক যুগলদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিবারের সাথে কথা বলে মুক্তি দেওয়া হয়েছে এবং পরবর্তীতে শিক্ষার সময়সূচীতে এমনভাবে যেন বিনোদন কেন্দ্রগুলোতে উপস্থিত হতে না পারে তার জন্য সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোর্ট ও ড্রেস পরে বিনোদন কেন্দ্রগুলোতে এসে অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পরে। এ থেকে রক্ষা পেতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক এ অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশের সদস্যরা।