বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

News News

Desk

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালের হিজলা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালিত ওই অভিযানে ড্রাম চিমনি (বাংলা চোঙ)যুক্ত চারটি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি অভিযানে দুটি ইটভাটা থেকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

হিজলা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটাগুলোর পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনবসতি থাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই উপজেলার বান্দেরহাট এলাকার এসবিসি ও পিবিসি এবং মেমানিয়া এলাকার এনইউবি ও এলবিএফ-লামিয়া-২ ইটভাটার ড্রামচিমনি ভেঙে দেওয়া হয়। প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

থানা পুলিশের সহযোগিতায় হিজলা উপজেলা প্রশাসনের ওই অভিযানে পিবিসি ও এনইউবি ভাটা থেকে ৫০ হাজার টাকা করে এক লাখ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম