চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু News News Desk প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ অনলাইন ডেস্ক : বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। দেশ বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে বয়ান করবেন দেশের খ্যাতনামা আলেমগণ। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় মাহফিল মাঠে ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকালে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। আগামী শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে। এবার মাহফিলে আগতদের জন্য ৬টি মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মাঠের বেশিরভাগ মুসুল্লিতে ভরে গেছে। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড