বরিশালে বই পড়ার অভ্যাস গড়তে ব্যতিক্রমী প্রচারণা News News Desk প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ছবি : শাইখ শুভ নিজস্ব প্রতিবেদক : বরিশালে রোটবের প্রতিরূপ মাস্কট প্রদর্শনের মাধ্যমে বই পাঠের অভ্যাস গড়তে ক্যাম্পেইন করেছেন চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। এ সময় বই পড়ায় উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নিজস্ব উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করেন লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। তিনি জানান, ভাষার মাস ফেব্রুয়ারিতে ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা চলছে। এ বইমেলায় বরিশাল নগরবাসীরকে অংশগ্রহণের আহ্বান জানানোর জন্য এ ক্যাম্পেইন করেছেন তিনি। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড