বরিশালে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

News News

Desk

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরী প্যারারা রোড ও হেমায়েত উদ্দিন রোডে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরীক্ষা নিরীক্ষার মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্যারারা রোডের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৭ হাজার টাকা এবং হেমায়েত উদ্দিন রোডে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার বিক্রির অভিযোগে একটি খাবার হোটেল থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে তারা।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস উপস্থিত ছিলেন। বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড