মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০১ জনকে টেকনাফে স্থানান্তর হ্নীলায় স্থানান্তর

News News

Desk

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪

অনলাইন ডেস্ক : মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০১ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত টেকনাফ-২ বিজিবি’র আওতাধীন ১৬৭ জন বিজিপি সদস্যকে হ্নীলায় হেফাজতে রাখা হয়েছে। এর আগে গতকাল ৬৬ জন সদস্যকে নিয়ে যাওয়া হয়।

বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে আরও দুইজন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে ৩৩০ জন বিজিপি সদস্য আশ্রয় নিলেন। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় দেশটির নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন