পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত রোগে একই ক্লাসের ৬ শিক্ষার্থী অসুস্থ News News Desk প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪ অনলাইন ডেস্ক : পটুয়াখালীর দুমকিতে অজ্ঞাত রোগাক্রান্তে একই ক্লাসের ৬ শিক্ষার্থীর অসুস্থতায় স্কুলজুড়ে আতংক দেখা দিয়েছে। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক ও স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর চার শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে স্কুলটির অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার দুমকি আপ্তুন্নেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী মীম ও বৃষ্টি আক্তার অসুস্থ হলে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ ছুটি দিলে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি যাওয়ার পথে মাহফুজা, রত্না, কারিমাসহ একই ক্লাসের ৬ জন শিক্ষার্থী পর পর অসুস্থ হলে স্বজনরা তাদের উপজেলা হাসপালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে বরিশাল শেরে-ই-বাংলা (শেবাচিম) ও ৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। এদিকে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার উদ্যোগ না নিয়ে স্কুল ছুটি দেয়ায় স্কুল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার প্রশ্ন তুলেছেন অসুস্থ ছাত্রীদের অভিভাবকরা। এর আগের দিনও ওই স্কুলের ২ শিক্ষার্থী এভাবে অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা: মীর শহীদুল হাসান শাহীন বলেন, এটি গণ হিস্টিরিয়া। কেউ এই গণহিস্টিরিয়া আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কাছাকাছি অবস্থানে আক্রান্ত হতে পারেন। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: