রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া News News Desk প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪ অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তাকে বহনকারী গাড়িটি। এর আগে, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান-২ নম্বরের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু শারীরিক জরুরি পরীক্ষা-নিরীক্ষায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: