বরিশালে এসএসসি ও সমমানের পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

অনলাইন ডেস্ক : বরিশালে আসন্ন এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারের সঞ্চালনায় সভায় জেলার ১০ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং অংশগ্রহনকারীদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন